গাইবান্ধায় দ্বিতীয় দিনেও প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
গাইবান্ধা প্রতিনিধি
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান দ্বিতীয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ এক খুদে বার্তায় এই ছুটির ঘোষণা দেন।
খুদে বার্তায় বলা হয়, গাইবান্ধা জেলায় আজকের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হলো।
এর আগে, সোমবার প্রথম দিন তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি বাড়ানো হবে বলে জানান তিনি।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে, তীব্র শীতে অসহায় হয়ে পড়েছে মানুষ। কর্মজীবী ও দিনমজুররা পড়েছেন বিপাকে।