উখিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

!
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছৈয়দ করিম (৪৬) নামে এক সুপারি ব্যবসায়ী খুন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

ঘটনার পরপরই ঘাতক ছালামত উল্লাহ (৪০) পালিয়ে যায়। ছালামত উল্লাহ ছৈয়দ কাশেমের ছেলে৷ আবুল কাশেম আর ছৈয়দ কাশেম আপন ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ছালামত উল্লাহv স্ত্রীর সাথে ছৈয়দ করিমের পরকীয়া সম্পর্ক আছে সন্দেহে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন থেকে। এর জেরে মঙ্গলবার সকালে ছালামত উল্লাহ ও ছৈয়দ করিমের ঝগড়া বাধে। একপর্যায়ে ছুরি দিয়ে ছৈয়দ করিমের বুকে আঘাত করে ছালামত উল্লাহ। এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত হন ছৈয়দ করিম। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ছালামত উল্লাহকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights