নড়াইলের শেখহাটিতে উপকরণ মেলা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নড়াইল প্রতিনিধি
জেলার শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনোভেশন শোকোচিং উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম। শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল বাশার, শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কমল ভট্টাচার্য, সহকারী শিক্ষক হিরোক গোস্বামী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেক বিশ্বাস, ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পি মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ তপনভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাইচদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,৷ বাশিয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৫টি স্কুল এই মেলায় অংশ গ্রহণ করে।