মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় নিত্য পন্যের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, রঙ্গের কৌটায় তরল দুধ বিক্রি, লাইসেন্স বিহীন ওষুধ ও চাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মামুনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় শহরের পশু হাসপাতাল রোডের শাহজালাল স্টোর, খান পাড়ার সাইদ ফার্মেসী ও ভায়না মোড়ের তোবারক হোসেনের চালের দোকানে অভিযান চালিয়ে ওইসব অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মামুনুল হক জানান, এসব দোকানে অভিযোগ চালনোর সময় দেখা যায়, বিশেষ করে শাহজালাল স্টোরে সরকারি ভাবে নিষিদ্দ ঘোষিত এমন পণ্য যেমন ইন্ডাষ্ট্রিয়াল রং মিশ্রিত খোলা চিপস, রঙের কৌটায় তরল দুধ ও মোয়দোত্তির্ণ নানা পণ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে ইন্ডাষ্ট্রিয়াল রং মিশ্রিত পণ্য ও রঙের কৌটায় তরল দুধ ক্যান্সারের ব্যাপক ঝুঁকি বহন করে। ব্যবসায়ীদের এ বিষয়ে অনেক আগে থেকেই সতর্ক করা হচ্ছে।