গাইবান্ধায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

গাইবান্ধা প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।
মেলায় বিজ্ঞান ভিত্তিক ৫২টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মেলা চলবে।

মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা রয়েছে। মেলা সমাপনীর দিনে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights