স্কুলের ওপর ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, শিক্ষার্থী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্কুলের ওপর ধসে পড়েছে নির্মাণাধীন একটি ভবনের ছাদ। এ ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম সাগর (১০)। সে নগরীর শাকতলা এলাকার অলি হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার জানান, নিহত শিক্ষার্থী নোয়াগাঁও চৌমুহনী এলাকার নূর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বৈরী আবহাওয়ার কারণে পঞ্চম শ্রেণির আর কোনও শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না। স্কুলের পাশে একটি সাততলা ভবনের কাছ সম্প্রতি শেষ হয়েছে। ভবনের কাজ শেষ হলেও নতুন ভবন হিসেবে এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ক্লাস চলাকালীন ভবনটির ছাদের একটি অংশ স্কুলের ওপর ধসে পড়ে। স্কুলটি টিনশেড ছিল। ধসে পড়া ছাদের অংশটি সরাসরি ক্লাসরুমে ওই শিশুর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
তিনি বলেন, ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। ওই ক্লাসরুমে বেশি শিক্ষার্থী থাকলে আরও বড় অঘটন ঘটতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights