কুলাউড়ায় আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের সভা

মৌলভীবাজার প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নৃশংস লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির এবং ভাটেরা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হামিদ খান।

বক্তব্যে তিনি বলেন, একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। তিনি এ সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজলা যুব বিভাগের আহবায়ক মারুফ আহমদ নাজিম, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights