নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জোসেফ, ছিটকে গেলেন রাসেল
অনলাইন ডেস্ক
অধিনায়কের সঙ্গে ম্যাচ চলাকালীন দুর্ব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ থাকা আলজারি জোসেফ ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে একটা ধাক্কাও এসেছে ক্যারিবিয়ানদের জন্য। চোটের কারণে খেলতে পারবেন না অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটির দল থেকে বাদ পড়েছেন শামার জোসেফ। তার জায়গাতেই ফেরানো হয়েছে আলজারি জোসেফকে। রাসেল ছিটকে পড়ায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
প্রথম দুই ম্যাচেই হেরে গিয়ে সিরিজ হারের দুয়ারে দাঁড়িয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচেই তাদের বোলিং আক্রমণে ঘাটতি ফুটে উঠেছে স্পষ্ট। প্রথম ম্যাচে ১৮৩ রান তাড়ায় ইংল্যান্ড ৮ উইকেটে জিতেছে ১৯ বল বাকি রেখে। পরেরটিতে ১৫৯ রান তাড়ায় ৭ উইকেটে জিতে গেছে ৩১ বল আগেই।
সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ তিনটি ম্যাচ বৃহস্পতিবার, শনিবার ও রোববার।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।