রংপুরে নারীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বদরগঞ্জে চুলের মুঠি ধরে এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মারধরে বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও মারপিট করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আসামি করা হলেও রবিবার রাতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ওই নারীর প্রতিবেশী সাইফুল ইসলাম ও গোলজার হোসেন।

ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় তাকে নারী-পুরুষ মিলে অন্তত পাঁচ জন লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছিলেন। এ ঘটনায় বদরগঞ্জ থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে লাঠিপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে রবিবার রাতে মামলাটি গ্রহণসহ দুজনকে গ্রেফতার করা হয়।

মামলায় বলা হয়েছে, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে তিনি থাকেন। গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে ওই নারীর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে। বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাকে লাঞ্ছিতসহ লাঠিপেটা করেন। বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও পেটান আসামিরা। পরে অন্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানান, দুই নারীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এতে ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে। আর ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, ওই ঘটনায় পাওয়া লিখিত অভিযোগটি রবিবার থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। রাতেই দুই আসামিকে গ্রেফতার সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights