নেত্রকোনায় সরকারি নিবাসের শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নেত্রকোনা প্রতিনিধি
সুবিধাবঞ্চিত শিশুদের নিবাস সরকারি শিশু পরিবারের (বালক) শিশুদের মানসিক বিকাশ গঠনে খেলাধুলার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি গ্রামে সরকারি শিশু নিবাসের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় মেধাসহ বাৎসরিক মূল্যায়ন করা হয় ১১ জনকে। তাদের হাতে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক এডিসি (সার্বিক) মো. রাফিকুজ্জামান, সমাজসেবা উপ-পরিচালক শাহ আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাতেনসহ অন্যরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এই শিশুদের মানসিক গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নানা কারিকুলাম অ্যাক্টিভিটিতে সম্পৃক্ত করার উদ্দেশে শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানেও এই আয়োজন করা হয় বলে জানান নিবাসের তত্ত্বাবধায়ক মো. তারেক হোসেন। জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
দৌড় এবং গ্রামীণ খেলা মোরগের লড়াইসহ ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শত শিশুর মাঝে বয়স ভিত্তিকভাবে খেলার পরিচালনা করেছেন শিশু পরিবারের (এতিমখানা) তত্ত্বাবধায়ক মো. তারেক হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এডিসি সার্বিক মো. রাফিকুজ্জামান।
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সমাজসেবার উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে তত্ত্বাবধায়ক তারেক হোসেনের পরিচালনায় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।