দ্বিতীয় দিনও আইনজীবীদের আদালত বর্জন, গ্রেপ্তার আরও ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় উত্তপ্ত আদালত অঙ্গন। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। এসময় তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নগর পুলিশ কমিশনারেরও পদত্যাগের দাবি জানান। এদিকে আলিফ খুনের ঘটনায় জড়িত থাকার ঘটনায় রাজিব ভট্টাচার্য্য নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন আইনজীবীরা। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, নিপীড়ন বিরোধী আইনজীবী সমাজসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও যোগ দেন।