আরও একবার ‘প্রবাসীর স্ত্রী’ হলেন অহনা

অনলাইন ডেস্ক
গত সেপ্টেম্বরে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় অহনা রহমান অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক প্রচার হয়। নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল। ‘প্রবাসীর স্ত্রী-২’ নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা।

নাটকটিতে দেখা যাবে, নিরুর জীবনের এক কষ্টের কাহিনী। মিথ্যা অপবাদ ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় নিরু। প্রবাসী স্বামী এক পর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে। এরকম অনেক করুণ কাহিনীর ভিতর দিয়েই গল্প এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে অহনা বলেন, প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজেরই গল্প। তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। সবাই চাইছিলো এর দ্বিতীয় কিস্তি। আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। তাই আবারও অভিনয় করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights