দিনাজপুরে আত্মীয়ের বাসায় ছিলেন ময়মনসিংহের সাবেক এমপি, পুলিশ আসার আগেই পালালেন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে আত্মগোপনে ছিলেন ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন)। খবর পেয়ে বুধবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ছাত্রনেতা ওই বাসায় যান এবং পুলিশ সুপারকে জানান এক ছাত্রনেতা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িতে অভিযান চালালেও ওই সাবেক সংসদ সদস্যকে পাননি। তবে ওই তার স্ত্রী ও সন্তানেরা ছিলেন। তবে কি পুলিশ আসার আগে পালালেন এমন খবর সরব ছিল শহরময়।
পুলিশ খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে যায় এবং অভিযান চালায়।
এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। কিন্তু পরে তাকে (সাবেক এমপি আনোয়ারুল আবেদীন) পাওয়া যায়নি। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, তখন অন্য লোকজনও ছিলেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, বালুয়াডাঙ্গার মরহুম এম এ কুদ্দুসের বাড়িতে ময়মনসিংহের এক সাবেক এমপি আনোয়ারুল আবেদীন তুহিন আছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতর তল্লাশি চালিয়ে আমরা তাকে পাইনি। তবে আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি জানান, দুই সন্তানসহ দিনাজপুরে দাদার বাড়িতে বেড়াতে এসেছি। আমার স্বামী আসেননি।
পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে আনোয়ারুল আবেদীনকে পালাতে সহযোগিতা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ ধরনের কথা কেউ বলতেই পারেন। তবে তা সত্য নয়।
উল্লেখ্য, আনোয়ারুল আবেদীন খান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগ থেকে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান। জুলাই অভ্যুত্থানের পরে তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে।