শিক্ষার মান উন্নয়নে বাউবির উদ্যোগ: গঙ্গাচড়ায় মতবিনিময়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সবার জন্য শিক্ষার মান উন্নয়ন এবং গণমুখী করার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গঙ্গাচড়া উপজেলার বাগডহরা দারুল হুদা দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এই সভায় উপজেলার মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির আঞ্চলিক পরিচালক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মো: ফজলে নিজামী। সভাপতিত্ব করেন বাগডহরা দারুল হুদা দাখিল মাদরাসার (অব:) সুপার মো: ছাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপ-পরিচালক মো: আজিজার রহমান, বাগডহরা দারুল হুদা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো: মামুনুর রশীদ, গঙ্গাচড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র রায়, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবুল কাশেম, মহিলা ইউপি সদস্য মোছা: রওশন আরা বেগম, মো: জাহারুল ইসলাম বকুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শিক্ষার গুরুত্ব এবং মান উন্নয়নের ওপর জোর দেন। তারা বলেন, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।

এই সভায় প্রায় ২৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights