মুন্সিগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার আব্দুল হাই মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. ফরিদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মোল্লা, শিক্ষক ও সংগঠক মো. জিয়াউর রহমান, মো. সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম মাদবর, অভিভাবক সদস্য কাউসার আহমেদ মাঝি, মো. আশরাফুল ইসলাম, প্রবাসী মো. সাদ্দাম হোসেন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শিপন ঢালী, পলাশ চন্দ্র, মো. ফরিদ হোসেন, শাহানারা খাতুন, সুমাইয়া আক্তার, আফসানা আক্তার, মিলি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রহমতুল্লাহ এবং দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন ফাইজা ইসলাম ও তার দল। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।