পিরোজপুরে মাদকসহ গ্রেফতার ৫

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় পিরোজপুর সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার ভোররাতে মাদক বিরোধী অভিযানে পুলিশ ও ডিবির হাতে ৫ জন আটক হয়। এদের মধ্যে সদর উপজেলার শংঙ্করপাশা এলাকা থেকে গুলবানু (৫৫), মো. রাজিব খাঁন (৩৫), মো. রবিউল ইসলাম (২০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও ভোররাতে শিকদার মল্লিক ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নাজমা আক্তার (২৫) কে আটক করা হয়। এছাড়াও পৃথকভাবে ডিবি পুলিশ পৌরসভার ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আলমগীর মোল্লা (৪৪) কে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights