নতুন রাজনৈতিক দল নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না: ছাত্রদল সেক্রেটারি

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, নতুন রাজনৈতিক দল কোনোভাবেই নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি তাদের সামান্যতম সমালোচনা করেন তাহলে দেখবেন তারা পুরাতন রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে নিজেদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। সুতরাং আমাদের মনে হয়েছে এই নতুন দল নতুন রাজনৈতিক বন্দোবস্তো করতে পারেনি। বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্তো করতেই তারা নতুন দল গঠন করেছে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবি ছাত্রদল আয়োজিত এক স্মরণ সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তোর কথা বলে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু এই দলে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করতে যেসকল পলিসি গ্রহণ করেছিলেন, এই দলও সেসব পলিসি গ্রহণ করেছে। তবে, এগুলো দোষের কিছু নয়। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তোর কথা বলে এই দল যে সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে তাতে নতুন কিছুই দেখিনি। তাদের নেতৃত্ব নির্বাচন খুবই গতানুগতিক এবং সিলেক্টিভ ওয়েতে হয়েছে।

চবি ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চবি শাখার সভাপতি আলাউদ্দিন মোহসিন। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান তুর্য, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন, চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী।

এছাড়া ছিলেন চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. আল-আমিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. নছরুল কদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights