অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল রাহুলের, আপিল শুনানি ১৩ এপ্রিল

আজ গুজরাটের আদালতে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন আদালত তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে। সেই সাথে রাহুলের আদালতের রায়ের বিপক্ষে করা আপিল শুনানির জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা ‌‘মানহানিকর’ মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের একটি আদালত। ২০১৯ সালে করা এই মামলায় পাওয়া সাজার বিরুদ্ধে আপিল করেছেন রাহুল।

এই শাস্তিমূলক রায়ের কারণে লোকসভার সদস্য পদও হারিয়েছেন রাহুল গান্ধী। সুরাটের আদালতে হাজিরা দেওয়ার সময় রাহুলের সাথে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী।
এছাড়াও কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেলট, ভুপেশ বাগেল ও শুখভিন্দের সিং শুখুও ‍সুরাটে হাজির ছিলেন রাহুলের সাথে। আদালতে হাজিরা দেওয়ার আগে মা সোনিয়া গান্ধীর সাথেও গতকাল দেখা করেছিলেন রাহুল।

রাহুলের এই কাণ্ড নিয়ে সমালোচনা করছে ক্ষমতাসীন বিজেপি। বলছে এই কংগ্রেস নেতা শিশুসুলভ আচরণ করছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights