আরও লম্বা সময়ের জন্য আর্সেনাল শিবিরে অ্যারন র্যামসডেল
অনলাইন ডেস্ক
আরও লম্বা সময়ের জন্য আর্সেনালে থাকছেন অ্যারন র্যামসডেল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ‘দীর্ঘমেয়াদী’ চুক্তি করেছেন ইংল্যান্ডের এই গোলরক্ষক।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার (১৮ মে) র্যামসডেলের চুক্তি নবায়নের বিষয়টি জানায় আর্সেনাল। তবে চুক্তিটা কত বছরের, সে বিষয়ে জানানো হয়নি।
২০২১ সালে শেফিল্ড ইউনাইটেড থেকে প্রায় তিন কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দেন র্যামসডেল। লন্ডনের দলটিতে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত।
চলতি মৌসুমে আর্সেনালের ৩৬টি লিগ ম্যাচের সবগুলোই খেলেছেন র্যামসডেল।১৩টি ম্যাচে জাল অক্ষত রাখেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
আর্সেনালের পরবর্তী ম্যাচ শনিবার (২০ মে) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। এই ম্যাচে মিকেল আর্তেতার দল যদি হেরে যায়, তাহলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে সিটির।