গোর এ শহীদ ময়দানে ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায়

দিনাজপুর প্রতিনিধি

ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। মুসল্লিদের অংশগ্রহণের সুবিদার্থে এবার থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা।

শনিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে পবিত্র-ঈদ-উল আজহা নামাজের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

সভায় হুইপ ইকবালুর রহিম আরও বলেন, দিনাজপুরের ঈদগাহ জামাত দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি লাভ করেছে। বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসেন নামাজে শরীক হতে। মুসল্লিরা সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে খোলা মাঠে নামাজ আদায় করতে পারেন এজন্য সারা ঈদগাহ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বাইরের জেলা থেকে মুসল্লিরা যেন জামাতে নামাজ আদায় করতে পারেন এজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। ঈদুল আজহার দিনে ধর্মপ্রাণ মুসুল্লিদের জন্য পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর বিশেষ ট্রেনটি চলাচল করবে।
আয়োজক কমিটির প্রধান জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মমিনুল করিম, বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল ও পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসক শাকিল আহমেদ জানিয়েছেন, ঈদুল আযহার জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈমামতি করেন মাওলানা সামশুল হক কাশেমী। পুরো ইদগাহ জুড়ে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠের প্রবেশ পথ দিয়ে আসতে থাকেন। মোট ১৭টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে শুধু মাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষন টাওয়ার। ৩০ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ১১০টি মাইক বসানো ছাড়াও ইমাম সাহেবকে সহযোগিতা করতে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে ১৫০ মুক্কাবির নিয়োজিত থাকবেন। থাকবে স্বাস্থ্য ক্যাম্প। ওজু করতে যেন অসুবিধা না এজন্য ২৫০টি ওযুখানা এবং খাবার পানি ব্যবস্থা রাখা হবে। দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে এবার নবম বারের মত ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights