আল-কায়েদার জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে সয়ফুল আনাম
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ মাস পর ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি জাতিসংঘকর্মী লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সয়ফুল আনাম।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন একেএম সয়ফুল আনাম।
একেএম সয়ফুল আনাম ইয়েমেনের রাজধানী এডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (প্রধান) হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকায় নেমে সাংবাদিকদের কাছে জিম্মিদশার বিবরণ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সয়ফুল আনাম।
তিনি বলেছেন, ‘ভয়ংকর সন্ত্রাসীরা অপহরণ করার পর জীবন নিয়ে দেশে ফিরতে পারব, এটা ভাবতেও পারিনি। গত ১৮ মাস অত্যন্ত বিপৎসংকুল পরিবেশের মধ্যে ছিলাম। মনে হয়েছিল, যেকোনো মুহূর্তে সন্ত্রাসীরা আমাকে হত্যা করবে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে একেএম সয়ফুল আনামসহ পাঁচজনকে অপহরণ করে আল-কায়েদার ইয়েমেনি শাখা। মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী এডেনে ফেরার পথে ছিলেন তারা। সর্বশেষ গত জুনের মাঝামাঝি সময়ে অপহরণের শিকার হওয়া বাংলাদেশি জাতিসংঘের কর্মকর্তার ভিডিও প্রকাশ করে আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)।