শোক মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের
অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক মিছিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।
শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্মার্ট প্যানেলের পক্ষ থেকে এ শোক মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরে সেখানে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সংসদের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী।
সমাবেশে বলা হয়, জাতীয় নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশ করা হবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করা হবে। কালো হাত ভেঙে দেয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধা ও সন্তানদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি।
আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রেশন সার্ভিসের মহাসচিব আবদুল করিম সরকার, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, মো. কায়কোবাদ।
সন্তান সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সভাপতি হুমায়ুন কবির, কমিশনার জাহিদুল ইসলাম মোল্লা, আইনজীবী মো. সাইফুল বাহার। সন্তান সংসদের এর মো. সোলাইমান প্রমুখ।