ফেসবুকে স্ট্যাটাসের জেরে যুব মহিলা লীগের দপ্তর সম্পাদককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি

ক্ষোভ নিয়ে ফেসুবকে স্ট্যাটাস দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জামালপুর জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি দলীয় পরিচয় ব্যবহার করে দুই শতাধিক স্বশস্ত্র ব্যক্তিকে সাথে নিয়ে আওয়ামী লীগের এক প্রবীণ কর্মীর বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারী জেলা যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি প্রদানের জন্য জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পত্র প্রেরণ করেন। পরের দিন ১৬ জানুয়ারী একই অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক পত্রে ফারহানা সোমাকে জেলা যুব মহিলা লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও সকল রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

এরপর জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক শারমিন আক্তার “জেলা আওয়ামী লীগ কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখে না” বলে ফেসুবকে মন্তব্য করেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এমন কর্মকাণ্ডের জন্য আজ বুধবার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি স্বাক্ষরিত এক পত্রে শারমিন আক্তারকে দপ্তর সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয় এবং কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে গত ১৬ জানুয়ারি সভায় বক্তব্য দেওয়ার সময় মাইক বন্ধ করায় ক্ষুব্ধ হয়ে বর্ধিত সভা ত্যাগ করেন বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জোহুরা বেগম। এতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তিন দিনের মধ্যে সশরীরের উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক জবাব চাওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights