আদালতের রায় বাস্তবায়নের দাবিতে অডিটরদের মহাসমাবেশ

অনলাইন ডেস্ক

আদালতের রায় মেনে বেতন গ্রেড বৈষম্যের অবসান চেয়ে সারা দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটররা বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করছে। আজ রবিবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএন্ডএজি) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশ থেকে তারা জানান, একই নিয়োগ বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত হয়েও অডিটর পদে দুই ধরনের বেতন গ্রেড বিদ্যমান। বেতন গ্রেডের বৈষম্য দূরীকরণের জন্য উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামত থাকা সত্ত্বেও অর্থ-মন্ত্রণালয়ের কোন একটি মহলের হস্তক্ষেপে বেতন গ্রেডের বৈষম্য নিরসন হচ্ছে না। তাদের দাবি ২০১৮ সাল থেকে আদালতের রায়কে আগ্রাহ্য করে ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। সমাবেশ থেকে সরকারকে এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

অডিটরদের এ দাবির সাথে সংহতি প্রকাশ করে সারা দেশের এস এস সুপার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাগণ এ সমাবেশে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights