কিশোরগঞ্জে আরও ২১ জনের ডেঙ্গু শনাক্ত
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৫ জনকে।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৯ জন। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৮৩ জনকে।
এদিকে, জেলার তিন হাসপাতালে ৪৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।