গ্রিল কেটে উপজেলা পরিষদ কার্যালয়ে চুরি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চুরির বিষয়টি বুধবার (২৫ জানুয়ারি) থানাকে অবহিত করলে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম জানান, বুধবার সকালে অফিসে এসে দেখি- কয়েকটি ফাইল কেবিনেট ও আলমিরা তছনছ করে যাবতীয় কাগজপত্র মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অফিসের একটি ডেস্কটপ কম্পিউটার ও সিপিও নেই। অফিসের পাশের দাপ্তরিক কক্ষের জানালার গ্রিলের একটি অংশ ভেঙে চোরেরা ভেতরে ঢুকে নিচ তলা এবং দোতলায় চুরি ও ফাইলপত্র তছনছ করে। সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি। ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা এসেছেন, সবকিছু দেখে গেছেন।

উপজেলা পরিষদের চুরির ঘটনা পরিদর্শনে এসে ইন্সপেক্টর (তদন্ত) রিপনা বালা বলেন, চুরিই মনে হচ্ছে। অফিসের জানালার এক পাশের একটি গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে এমনটি করা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights