চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের যুগপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) এর এক যুগপূর্তিতে ‘সিআইএমসি দিবস’ উদযাপন করা হয়। যুগপূর্তি উপলক্ষে সিআইএমসি এলামনাই এসোসিয়েশন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্মারকের মোড়ক উন্মোচন, গ্র্যান্ড মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সিআইএমসি দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের আশেপাশে গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কলেজ ভবনের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মাওলানা আ ন ম শামসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. একেএম ফজলুল হক, ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ্ এর চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, সিআইএমসির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক নূরুন নবী, ডেভলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ- ডিইএসএইচ) এর ট্রেজারার ও সিআইডিসি’র গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন আকবর, সিআইএমসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, সিআইএমসি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মুহাম্মদ আমির হোসাইন, সিআইএমসির অধ্যক্ষ ডা. টিপু সুলতান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আকরাম পারভেজ চৌধূরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. রায়হানুল কবির এবং সাধারণ সম্পাদক ডা আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মাহবুব নাজমুল এবং তাহমিনা আক্তার ইমু।

প্রধান অতিথি আ ন ম শামসুল ইসলাম বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এ স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে, ভবিষ্যতে এই বিশ তলা বিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্স করার প্রতিশ্রুতি প্রদান করেন।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মেডিকেল শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণায় এ প্রতিষ্ঠানের সাফল্য ঈর্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights