চাঁদপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ সাদিকুর রহমান রনি (৩৮) নামে এক মাদক কারবারিকে পুলিশ আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

শুক্রবার সকালে বাবুরহাট জমজম সুইটস এর সামনে থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটক সাদিকুর রহমান রনি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাবুরহাট মোড়ে সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এসআই মো. কামাল উদ্দিন ও এএসআই মো. সাইফুলসহ সংঙ্গীয় সদস্যর রনির হাতে থাকা হলুদ রঙয়ের শপিং ব্যাগ তল্লাশি করে ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights