তফসিল ঘোষণায় টেকনাফ পৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় টেকনাফে পৌর আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদির নির্দেশে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের নেতৃত্বে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শাপলা চত্ত্বর হয়ে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে আসে।

এ সময় অন্যান্যের মধ্যে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গুরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনূর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপ জান, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান আমিন, পৌর শাখার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ ইউনুস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম লাদেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক বাহাদুর, সাধারণ সম্পাদক এবাদুর রহিম বাদল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শামসুল আলম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা গফুর আলম, আবুল কালাম, আমিনুর রহমান, সাইফুদ্দীন মুহাম্মদ মামুনসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights