দেশ ছাড়ার আগে যা বললেন শরিফুল
অনলাইন ডেস্ক
জাতীয় দলের তরুণ পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পেয়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে কলম্বো স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে বিশ্বকাপজয়ী এই পেসারকে।
শনিবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেশ ছেড়েছেন তরুণ এই পেসার। দেশ ছাড়ার আগে বিমানে বসে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
দেশ ছাড়ার আগে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘সবার জন্যই প্রথমবার যেকোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি।’
বর্তমানে জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার ৭.৮৫ রান ইকোনমি রেটে সাত ম্যাচে ঝুলিতে পুরেছেন ১১টি উইকেট। তাসকিনের এমন পারফরম্যান্স নিজেকে এলপিএলে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন শরিফুল। সেই সঙ্গে নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘অবশ্যই! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা।’