নিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগে গণস্বাক্ষর শুরু করবে জবি ছাত্র অধিকার পরিষদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করবে সংগঠনটি।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আহাদ লিখিত বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা সেভাবে প্রাধান্য পাচ্ছে না। এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ৬১ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষকের সংখ্যা প্রায় ৭০০। অর্থাৎ জবি শিক্ষার্থীদের মধ্য থেকে জবিতে শিক্ষক নিয়োগ ১০% এরও কম।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি যে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। আমাদের বিশ্বাস, জবি থেকে উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নতি যেমন দৃশ্যমান তেমনভাবে আমাদের শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগে প্রাধান্যের নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি মজবুত সম্পর্ক গড়ে উঠবে।

গণস্বাক্ষরের কথা উল্লেখ করে এ ছাত্রনেতা বলেন, আমাদের এই ন্যায্য দাবির পক্ষে আমরা আগামীকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকদের সমর্থন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights