নেত্রকোনার পূর্বধলায় যুবলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নেত্রকোনার পুর্বধলায় দুই যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুর্বধলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তারা টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করে।
গত মঙ্গলবার দুপুরে দুই যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল ও ফেরদৌস আহমেদ মোটরসাইকেলে উপজেলা সদর থেকে স্টেশনরোড হয়ে পূর্বধলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় স্টেশন রোডস্থ খাদ্যগোদাম রোডের মাথায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল আটকিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ ও কামরুজ্জামান উজ্জল মাথায়, হাত ও পায়ে জখম হন।
পরে স্থানীয়রা তাদেরকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড বিশেষায়িত অর্থপেডিক হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয় তাদেরকে।
বিক্ষোভকারীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হামলা হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হামলা হতে পারে।
এদিকে বিক্ষোভকারীরা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম টিপুর খাদ্য গোদাম রোডের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনায় পূর্বধলা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুই যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে