বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড পাকিস্তানের
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৩৪৫ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুতে দারুণ বিপর্যয়ে পড়ে গিয়েছিলো পাকিস্তান। ৩৭ রানেই ফিরে যান দুই সেরা ব্যাটার ইমাম-উল হক এবং অধিনায়ক বাবর আজম। এরপরই আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শেষ পর্যন্ত ১০ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমরা। একই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান।