বুন্দেসলিগা শিরোপার লড়াই; বায়ার্নের হোঁচট

অনলাইন ডেস্ক

লাইপজিগের কাছে হেরে বুন্দেসলিগার শিরোপা হারাতে বসেছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (২০ মে) লিগ ম্যাচে প্রথম দিকে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে পথ হারায় স্বাগতিকরা। শেষপর্যন্ত বাভারিয়ানরা তিন গোল খেয়ে হেরে যায় ৩-১ ব্যবধানে। যদিও এখনও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তবে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১।

এদিন ম্যাচের ২৫তম মিনিটে সার্জিও গ্যানাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপরই বায়ার্নকে চেপে ধরে লাইপজিগ। সেই চাপ তারা সামলাতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে কনরাড লাইমারের লক্ষ্যভেদে সমতায় ফেরে দলটি। এরপর ১০ মিনিটের ব্যবধানে আরও দু’টি গোল খেয়ে বসে বায়ার্ন। দু’টি গোলই আসে পেনাল্টি থেকে। ৭৬তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু ও ডমিনিক সোবোসলাই স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন।

মিউনিখে এই প্রথম জয়ের স্বাদ পেল লাইপজিগ। তাতে বুন্দেসলিগায় তৃতীয় হওয়ার পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জায়গাও পাকা হয়ে গেল দলটির।
এই হারের পরও অবশ্য লিগ টেবিলে আপাতত শীর্ষেই আছে বায়ার্ন; ৩৩ মাচে ২০ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে বরুশিয়া ডর্টমুন্ড। রবিবার আউক্সবুর্কের মাঠে খেলতে নামবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights