ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সফলতা নিয়ে সেমিনার

ভোলা প্রতিনিধি
ভোলার শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের লক্ষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আনলকিং পোটেনশিয়াল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিগত বছরগুলোতে এ জেলা থেকে যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে ভোলা সরকারি কলেজ সেমিনার কক্ষে ‘ভোলা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিট ফোরামে’র আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ওই কলেজের উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং যে কোনো প্রয়োজনো তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারের শুরুতে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন ভোলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা। পরে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও বিগত বছরগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে এমন ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights