ম্যান সিটি শিবিরে আবারও চোটের থাবা

অনলাইন ডেস্ক

চোটের থাবায় একের পর এক খেলোয়াড় হারাচ্ছে ম্যানচেস্টার সিটি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ডিফেন্ডার নাথান আকে।

নেদারল্যান্ডসের এই ফুটবলারের পায়ের মাংসপেশিতে চোট পাওয়ার কথা মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কোচ পেপ গার্দিওলা। কবে নাগাদ ফিরতে পারবেন ২৯ বছর বয়সী এই ফুটবলার, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গার্দিওলা জানান, “চোটে ভুগছে আকে। আশা করি, সে দ্রুত ফিরবে। কতদিন লাগতে পারে আমি জানি না। পরের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে না।”
গত রবিবার আর্সেনালের বিপক্ষ গোলশূন্য ড্রয়ের ম্যাচে চোট পান আকে। ম্যাচের ২৭ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন সিটি কোচ।

চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন সিটির রাইট-ব্যাক কাইল ওয়াকার, সেন্টার-ব্যাক জন স্টোন্স ও গোলরক্ষক এদেরসন। অ্যাস্টন ভিলার বিপক্ষে স্টোন্সের ফেরার সম্ভাবনা থাকলেও বাকি দুঈজনকে এখনই পাচ্ছে না গত মৌসুমের ট্রেবল জয়ী দলটি।

গার্দিওলা বলেন, “জন (স্টোন্স) ফিরতে পারে। কিন্তু অন্য দুইজনের কোনো সম্ভাবনা নেই। জনের পুরোপুরি ফিট অনুভব করতে হবে। তার চোট যতটা ভেবেছিলাম ততটা গুরুতর ছিল না। পরের ম্যাচের জন্য হয়তো সে প্রস্তুত থাকবে।”

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি মাঠে নামবেন আগামী শনিবার। দুই দিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights