যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব রাজিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিম সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে। রাজিম চুড়িপট্টি এলাকার একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল।
স্থানীয় চা দোকানি সাহেব আলী জানান, ঘটনার সময় তার দোকানে বেশ ভিড় ছিল। রাজিম একটি সিগারেট ধরিয়ে পাশের গলিতে যায়। কিছুক্ষণ পরই হইচই-চিৎকারের শব্দ আসে। তিন-চারটি ছেলে দৌড়ে পালিয়ে যায়। পরে জানতে পারেন যে ছেলেটিকে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়।
নিহত রাজিমের বাবা বাদল খান জানান, ক্লাস নাইনে পড়া অবস্থায় রাজিম লেখাপড়া বাদ দিয়ে বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে বেড়াতো। সে কারণে গত বছর তাকে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজে দেন। কিন্তু সেখানেও সে নিয়মিত যেতো না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।