শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি কৃষ্ণ বরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে মুকসুদপুর থানার এসআই খায়রুল বাশার অভিযান পরিচালনা করে উপজেলার জলিরপাড় থেকে তাকে গ্রেফতার করে। পরে গোপালগঞ্জ জেলহাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে শিশুর বাবা বিজন বিশ্বাস বাদী হয়ে কৃষ্ণ বরকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights