সিলেট স্টেডিয়ামে ফস্কালো পাপনের পা

অনলাইন ডেস্ক

বিপিএল মানেই সমালোচনা। আম্পায়ারিং কিংবা ডিআরএস অথবা ভেন্যু নির্বাচন- সবমিলিয়ে ক্রিকেটের এই আসর সমালোচনার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়ে আসছে।

সেই আলাপের মধ্যে ঢাকা ডমিনেটর্স-রংপুর রাইডার্স ম্যাচের ঠিক আগ মুহুর্তে সিলেটে গিয়ে ছোটোখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান পাপন। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নেয় সিলেট। স্টেডিয়ামের নানা প্রান্তে পাপনকে স্বাগত জানিয়ে টাঙানো হয় হরেকরকম প্ল্যাকার্ড।
কিন্তু স্টেডিয়ামে ঢোকার আগ মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়েন বিসিবি সভাপতি। ভিআইপি বক্সে ঢোকার আগে সিঁড়িতে পা পিছলে পড়ে যান তিনি। তবে এতে বড় কোনো আঘাত পাননি পাপন। সাথে সাথে উঠে দাঁড়ান এবং ভিতরে চলে যান।

বিপিএলের সিলেট পর্ব নিয়েও আছে নানা অভিযোগ। গ্যালারি ভর্তি দর্শক মিলছে সিলেটে। তবে সিলেটবাসীর অভিযোগ, সব সুযোগ সুবিধা থাকার পরও বিপিএলের পর্যাপ্ত পরিমাণ ম্যাচ পায়নি সিলেট। বোর্ড কর্তারাও সিলেটের বিষয়ে উদাসীন বলে অভিযোগ করছেন অনেকে। অনেকেই বলছেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নাকি বিসিবির সৎ সন্তান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights