হৃদয়ের ব্যাপারে যা শুনেছি, তা অতিরঞ্জিত ছিল না: হার্শা ভোগলে

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে নিজেদের ম্যাচে শনিবার ডালাসে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট হাতে টাইগারদের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ২ উইকেটের জয় দিয়ে টি-টোয়োন্ট বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা।

এমন লো স্কোরিং থ্রিলার ম্যাচে হাতখুলে খেলা অতটা সহজ নয়। কিন্তু তাওহিদ হৃদয় ঠিক সেটাই করে দেখিয়েছেন। ২০ বলে ৪০ রানের ইনিংসে হৃদয় চারটি ছক্কাই মেরেছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। চারটির মধ্যে তিনটি ছিল ১২তম ওভারের প্রথম তিন বলে। শুরুর দু’টিতে স্লগ সুইপ শটে উড়িয়ে মারলেও তৃতীয় বলে কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকান হৃদয়। চতুর্থ বলেই অবশ্য এলবডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তবে ডানহাতি এই ব্যাটারের ইনিংস মুগ্ধ করেছে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে। এতোদিন যা শুনেছেন, তা হুবহুই যেন মিলে গেল।

এক্স হ্যান্ডলে হার্শা লিখেন, ‘তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক কিছুই শুনেছি এবং তা অতিরঞ্জিত ছিল না। তাকে স্পেশাল খেলোয়াড় বলেই মনে হচ্ছে। তবে বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরাটা গুরুত্বপূর্ণ। কারণ, আমি বিশ্বাস করি, সাদা বলে সে তাদের (বাংলাদেশ) সেরা ব্যাটার।’
হৃদয়ের সঙ্গে ৬৩ রানের জুটিতে কার্যকরী অবদান রাখেন লিটন। যদিও ৩৮ বলে ৩৬ করে ফিরে যেতে হয় তাকে। এরপর দায়িত্ব নিয়ে জয়ের কাজটা সারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৩ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। হার্শা লিখেন, ‘বিশ্বাস হচ্ছে না যে, কিছু সময় আগে মাহমুদুল্লাহকে উপেক্ষা করার কথা ভেবেছিল বাংলাদেশ।’

২০২২ এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ। খেলা হয়নি সেই বছরের বিশ্বকাপেও। তবে হাল না ছেড়ে পারফরম্যান্স দিয়ে আবারও টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights