অটোরিকশার ধাক্কায় বগুড়ায় চা বিক্রেতার মৃত্যু
বগুড়া প্রতিনিধি
অটোরিকশার ধাক্কায় আব্দুল মোমিন (২২) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকাল ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মোমিন ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের আবুল ফজলের ছেলে।
জানা যায়, আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মাঝে মাঝে তিনি ধুনট শহরে তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাবার সাথে চা বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। সেদিন সন্ধ্যার পর ধুনট-সোনামুখী সড়কের বাইপাস মোড়ে রাস্তা পার হওয়ার সময় চলন্ত অটোরিকশার ধাক্কায় আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মোমিনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।