অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার মথুরাপাড়া চর এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি থানার ওসি রাশেজ চক্রবর্তী জানান, স্থানীয়রা বুধবার সন্ধ্যায় লাশটি নদীর তীরে ভাসতে দেখে খবর দেয়। পরে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্ত করতে যুবকের ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। লাশের শরীরে লাল-সাদা চেক শার্ট ও প্যান্ট পড়া ছিল। লাশের শরীরসহ মুখমন্ডল পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে ১০ থেকে ১২ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।