অনিশ্চিয়তা কাটিয়ে বক্সিং ডে টেস্টে ট্রাভিস হেড
অনলাইন ডেস্ক
চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্নে ৪র্থ ম্যাচ শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিনে। তবে মাঠের খেলার আগে বড়দিনের ছুটিতেই ভারতকে যেন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়া। চলতি সিরিজে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাভিস হেড অনিশ্চিয়তা কাটিয়ে জায়গা করে নিয়েছেন বক্সিং ডে টেস্টের শুরুর একাদশে।
ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে শোনা গিয়েছিল ট্রাভিস হেডের চোটের খবর। সেটা ভারতকে খানিক স্বস্তিই দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এই এক ব্যাটারই যে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। হেড চোটের জন্য মেলবোর্নের চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান থাকায় হেডের ম্যাচ ফিট হয়ে উঠতে অসুবিধা হয়নি।
অজি দলনায়ক প্যাট কামিন্স বুধবার স্পষ্ট জানিয়ে দেন যে, হেড মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন। ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঘোষণা করেন কামিন্স। গতকালই ফিটনেস টেস্ট দিয়েছিলেন অজি ব্যাটার। এরপরেই মেলে বক্সিং ডে টেস্ট খেলার গ্রিন সিগন্যাল।
মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ
উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।