অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা, সৌদি আরবে গ্রেফতার ১৭ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

অনুমতি ছাড়া পবিত্র হজ পালনের চেষ্টা করায় সৌদি আরবের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ১৭ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। জননিরাপত্তার বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার পর্যন্ত ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৯ হাজার ৫০৯ জনকে রেসিডেন্সি নীতি, কর্ম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং পুরো দেশজুড়ে ১০৫টি ভুয়া হজ ক্যাম্পেইন করার দায়ে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সবাইকে বিচারের জন্য পাবলিক প্রসিকিউসনে পাঠানো হয়েছে।

হজের নিরাপত্তার দায়িত্বে থাকা এ কর্মকর্তা আরও জানিয়েছেন, অনুমোদন ছাড়া হজ করতে আসার চেষ্টাকালে মক্কার প্রবেশদ্বার থেকেই ২ লাখ ২ হাজার ৬০৯ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রবেশের অনুমতি না থাকায় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যান মক্কায় ঢোকার আগে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হজ পালনের অনুমোদন না থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে মক্কায় নিয়ে আসার অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেছেন, হজের নিরাপত্তা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে খুবই কার্যকরভাবে নিরাপত্তা এবং সাংগঠনিক পরিকল্পনা প্রয়োগ করেছে। সূত্র: আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights