অস্কারের মনোনয়ন পেলেই মেলে কোটি টাকার পুরস্কার

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অনেকের কাছে অস্কারের মনোনয়ন পাওয়াই যেন আরাধ্য স্বপ্ন ছোঁয়ার সমান। শিল্পীদের কাছে এটিও অনেক বড় অর্জন।

অস্কার দৌড়ে যারা মনোনয়ন পান, তারাও কিন্তু খালি হাতে ফিরে আসেন না। পুরস্কার না জিতলেও প্রায় দেড় কোটি টাকার উপহার নিয়ে বাড়ি ফেরেন তারা। সকলের কাছে এটি যেন প্যান্ডোরাস বক্স। প্রতি বছর ভেতরে থাকা উপহারের তালিকা পাল্টে যায়।

এবার থাকছে সর্বমোট ৬০টি উপহার। ২৫ জন ব্যক্তি মিলে তৈরি করেছেন এই তালিকা। উপহারে ১ লাখ ৭০ হাজার ডলারের পাশাপাশি থাকছে ৫০ হাজার ডলারের একটি বিলাসবহুল ট্রিপ প্যাকেজ।
সারা বিশ্ব যে পুরস্কারের দিকে তাকিয়ে থাকে এবার তা অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। ১০ মার্চ এই পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights