অস্ট্রেলিয়া ওয়ানডে দলের নেতৃত্বে স্মিথ স্টিভ

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল আজ বুধবার (১০ জানুয়ারি) ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করছেন, প্রথম টেস্টে ওপেন করবেন স্টিভ স্মিথ। সেই সঙ্গে স্মিথের কাঁধেই ওয়ানডে সিরিজে নেতৃত্বের ভার পড়েছে। প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এর আগেও ২০১৮ সালে মায়ের মৃত্যুতে কামিন্স দেশে ফিরে যাওয়ার পর ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। এদিকে শুধু কামিন্সই নন, ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন না মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডও। তারাও ছুটি পেয়েছেন ওয়ানডে সিরিজ থেকে।

টেস্টে উসমান খাজার সঙ্গে স্মিথ ওপেনিং করবেন। ফলে চারে খেলবেন ক্যামেরন গ্রিন। ১৩ সদস্যের দলে ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন ম্যাট রেনশও। ১৩ জনের দলে সুযোগ মেলেনি ওয়ার্নারের বিকল্প হিসেবে অনেকের অনুমানে থাকা ক্যামেরন ব্যানক্রফট ও মার্কাস হ্যারিসের।
একই দিনে ঘোষিত ওয়ানডে দলে একেবারে নতুন মুখ হিসেবে ফাস্ট বোলার ল্যান্স মরিসকে ডেকেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ২০২২ সালের পর প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন ঝাই রিচার্ডসন। এ ছাড়া সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি, ম্যাট শর্ট ও নাথান এলিস।

অস্ট্রেলিয়া টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights