অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
দুই সপ্তাহের সফর শেষে সস্ত্রীক অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, ১০ অক্টোবর বড় মেয়ে শামারুহ মির্জাকে দেখতে ক্যানবেরায় যান মির্জা ফখরুল। ২০০৬ সাল থেকে স্বামীসহ পরিবার নিয়ে সেখানেই থাকছেন শামারুহ মির্জা।

দেড় মাস আগে অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। শুক্রবার তাকে নিয়ে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব।

অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন তাদের বড় মেয়ে শামারুহ মির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights