আফগানদের বিপক্ষে টেস্ট খেলছেন না তামিম?
অনলাইন ডেস্ক
পিঠের চোটের কারণে আফগানদের বিপক্ষে শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের। দলের বিশেষ একটি সূত্র গণমাধ্যমকে এমন খবরই দিয়েছে।
মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি। তবে অস্বস্তি বোধ করছেন বাংলাদেশের ওপেনার।
আগামীকাল বুধবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল দশটায় খেলা শুরু হবে। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয় বা জাকির হাসানকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমের না খেলার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
পিঠের পুরনো ব্যথা ফিরে আসায় দু’দিন বিরতি দিয়ে গত রবিবার টেস্ট দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তামিম। তবে ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবারই তাকে কোমরে হাত দিতে দেখা যায়
বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য বলেছেন, ‘তামিমের পিঠের চোটের ব্যাপারে মেডিকেল রিপোর্টে কিছু ধরা পড়েনি। তবে তিনি অস্বস্তি অনুভব করছেন। এক্ষেত্রে খেলোয়াড়কেই সিদ্ধান্ত নিতে হবে যে খেলবে নাকি খেলবে না। তামিম না খেলতে না পারলে আমাদের চিন্তার কিছু নেই। আমাদের হাতে ব্যাক-আপ ওপেনার আছে। জাকির ও জয় ভালো অবস্থায় আছে।’