আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সোমবার পাকিস্তানি সামরিক বাহিনীর ‘বেপরোয়া’ বিমান হামলায় আটজন নারী ও শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের দাবি, জঙ্গি গোষ্ঠীগুলি প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, স্থানীয় সময় রবিবার ভোর ৩টার দিকে পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালায় পাকিস্তানি বিমানগুলো।
বিবৃতিতে তিনি বলেন, তালেবান সরকার এসব হামলার তীব্র নিন্দা জানায় এবং এ বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে।

এ ধরনের ঘটনা খুব খারাপ পরিণতি ডেকে আনতে পারে, যা পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights