ইউক্রেনের তিনটি হামলা রুখে দেয়ার দাবি রাশিয়ার
রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কুরস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে।
রাশিয়ান সেনা বাহিনী ইউক্রেনের এই হামলা আটকে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলের পশ্চিমে উলানোক এবং চেরকাস্কায়া কোনোপেলকা গ্রামের কাছে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ান সেনারা তাদের প্রতিহত করেছে।
এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন বলে নিউইয়র্ক পোস্টকে।
গত শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে (মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ) বসে ট্রাম্প তাদের ওই সাক্ষাৎকার দিয়েছেন।
প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। জবাবে ট্রাম্প বলেন, এ প্রশ্নের জবাব না দেওয়াই ভালো। তিনি (পুতিন) মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান।
সূত্র: রয়টার্স